ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ডামুড্যায় অনুমোদনহীন ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শরীয়তপুরের ডামুড্যায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক জানান, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার (পাইক) ব্রিকসটিতে গত ডিসেম্বরে অভিযান পরিচালনা করা হয়। তখন তাদের ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেয়া হয় ইটভাটার সব ধরনের কাগজপত্র করে ভাটা পরিচালনা করতে হবে। কিন্তু তারা কোন ধরনের বৈধ কাগজপত্র না করে অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা করায় আজ ভাটাটি ভেঙে দেয়া হয়েছে। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় অনুমোদনহীন ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন

আপডেট সময় :
শরীয়তপুরের ডামুড্যায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক জানান, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাওলাদার (পাইক) ব্রিকসটিতে গত ডিসেম্বরে অভিযান পরিচালনা করা হয়। তখন তাদের ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেয়া হয় ইটভাটার সব ধরনের কাগজপত্র করে ভাটা পরিচালনা করতে হবে। কিন্তু তারা কোন ধরনের বৈধ কাগজপত্র না করে অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা করায় আজ ভাটাটি ভেঙে দেয়া হয়েছে। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।