শরীয়তপুরে ভূমি আইনে প্রথম মামলার রায়
ডামুড্যায় উচ্ছেদ অভিযান পরিচালিত

- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ কার্যকর হওয়ার পর শরীয়তপুরের ডামুড্যায় এ আইনে দায়ের হওয়া প্রথম মামলার রায় ঘোষণা ও সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মূল মালিক বীর মুক্তিযোদ্ধা এ কে এম হান্নানের হাতে জমি হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে জেলা প্রশাসক তাকে ভূমিহীন হিসেবে সরকারি খাস জমি বন্দোবস্ত দেন। দীর্ঘদিন তিনি জমিটি ভোগদখল করতে না পারায় চলতি বছরের জানুয়ারিতে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত প্রমাণিত করে যে তিনি আইনানুগ মালিক এবং বিবাদীরা অবৈধভাবে জায়গা দখল করে রেখেছিল।
আদালত বিবাদীদের জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং উচ্ছেদের মাধ্যমে জমির দখল ফিরিয়ে দেওয়ার রায় কার্যকর করেন।
জমি ফিরে পেয়ে এ কে এম হান্নান বলেন, “১৩ বছর ধরে আমি এই জমির জন্য লড়াই করেছি। আজ নিজ হাতে জমি ফিরে পেয়ে আমি আনন্দিত। নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কার্যকর হওয়ার পর শরীয়তপুরে প্রথম মামলার রায় বাস্তবায়ন হলো। মূল মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।”