ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ডামুড্যায় জয়ন্তী নদীতে ধসে পড়েছে গ্রামীণ সড়ক

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঠেঙ্গারবাড়ী বিশাকুড়ির-দিগশুল গ্রামের সড়কটি বিলিন হচ্ছে জয়ন্তী নদীতে। অতি বৃষ্টির কারণে জয়ন্তী নদীর পাশ দিয়ে চলে যাওয়া গ্রামীণ সড়কটি ভেঙ্গে পড়েছে। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা গেছে জয়ন্তী নদীর পূর্ব পাশ দিয়ে ঠেঙ্গারবাড়ী, বিশাকুড়ি, দিগশুল তিন গ্রামের লোক যাতায়াতের সড়কটি জয়ন্তী নদীতে ধসে পড়েছে। এতে করে তিন গ্রামের হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ
পোহাতে হচ্ছে এবং ঐ সড়কটি দিয়ে ছোট থেকে হালকা যানবাহন চলাচল করে। গত ৪/৫ দিন আগে বিশাকুড়ি গ্রামের বাসিন্দা ইয়াছিন বেপারী ভ্যান চালিয়ে বাড়িতে যাওয়ার সময় ভাংগা সড়কের পাড়ে পরে যান এসময় ভ্যানে থাকা ৪/৫ জন আহত হয়। এই বিষয়ে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ০৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে এই বিষয়ে অবগত করেছি এবং নির্বাহী অফিসার জেলা প্রশাসককেও এই বিষয়ে অবগত করেছে। ঠেঙ্গারবাড়ীর বাসিন্দা ভ্যান চালক সিরাজ গাইন বলেন, দুই মাস যাবত রাস্তাটি ভেঙ্গে পড়ে আছে, আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে এবং যাত্রাীরা ভয়ে উঠতে চায় না কখন জানি নদীতে পড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয়। স্থানীয় মুরব্বি রহমত ফকির(৬০)
বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করলে পথচারী, হালকা, ভারী যানবাহন ও শ্রমিকদের আয়ে উৎস বেশি হবে কষ্টলাঘব দূর হবে। পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন, আমি এই রাস্তাটির বরাদ্দ এলজিডি ও পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছি। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, জেলা সমন্বয় মিটিং এ বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড ব্লক ও জিওব্যাগ বসানোর পরে রাস্তা সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় জয়ন্তী নদীতে ধসে পড়েছে গ্রামীণ সড়ক

আপডেট সময় :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ঠেঙ্গারবাড়ী বিশাকুড়ির-দিগশুল গ্রামের সড়কটি বিলিন হচ্ছে জয়ন্তী নদীতে। অতি বৃষ্টির কারণে জয়ন্তী নদীর পাশ দিয়ে চলে যাওয়া গ্রামীণ সড়কটি ভেঙ্গে পড়েছে। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা গেছে জয়ন্তী নদীর পূর্ব পাশ দিয়ে ঠেঙ্গারবাড়ী, বিশাকুড়ি, দিগশুল তিন গ্রামের লোক যাতায়াতের সড়কটি জয়ন্তী নদীতে ধসে পড়েছে। এতে করে তিন গ্রামের হাজার মানুষের চলাচলের চরম দুর্ভোগ
পোহাতে হচ্ছে এবং ঐ সড়কটি দিয়ে ছোট থেকে হালকা যানবাহন চলাচল করে। গত ৪/৫ দিন আগে বিশাকুড়ি গ্রামের বাসিন্দা ইয়াছিন বেপারী ভ্যান চালিয়ে বাড়িতে যাওয়ার সময় ভাংগা সড়কের পাড়ে পরে যান এসময় ভ্যানে থাকা ৪/৫ জন আহত হয়। এই বিষয়ে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ০৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে এই বিষয়ে অবগত করেছি এবং নির্বাহী অফিসার জেলা প্রশাসককেও এই বিষয়ে অবগত করেছে। ঠেঙ্গারবাড়ীর বাসিন্দা ভ্যান চালক সিরাজ গাইন বলেন, দুই মাস যাবত রাস্তাটি ভেঙ্গে পড়ে আছে, আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে এবং যাত্রাীরা ভয়ে উঠতে চায় না কখন জানি নদীতে পড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয়। স্থানীয় মুরব্বি রহমত ফকির(৬০)
বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার করলে পথচারী, হালকা, ভারী যানবাহন ও শ্রমিকদের আয়ে উৎস বেশি হবে কষ্টলাঘব দূর হবে। পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন, আমি এই রাস্তাটির বরাদ্দ এলজিডি ও পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছি। উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, জেলা সমন্বয় মিটিং এ বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড ব্লক ও জিওব্যাগ বসানোর পরে রাস্তা সংস্কার করা হবে।