ডামুড্যায় জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু র সভাপতিত্বে উপজেলা সমবায় অফিসার চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রানি সম্পদ অফিসার ডাঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মমিনুল হক মিন্টু, আনিসুর রহমান বাচ্চু, গোলাম মাওলা রতন সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু বলেন, সমবায় সমিতি মানুষের জীবন বদলে দিতে পারে। সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে, এজন্য সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূলে সামাজিক অবক্ষয় রোধে সমিতিগুলোকে সোচ্চার হতে হবে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়।













