ডামুড্যায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
																
								
							
                                - আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
 
শরীয়তপুরের ডামুড্যায় দুই কেজি গাঁজাসহ মোঃ ইব্রাহীম (৪২) ও মোঃ রাজিব বেপারী (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার উপজেলার দারুল আমান ইউনিয়নের গুয়াখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন মোঃ ইব্রাহীম দারুল আমান ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং মোঃ রাজিব বেপারী একই এলাকার মোঃ বিল্লাল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইব্রাহীম ও রাজীব এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য বিক্রি করায় এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগের পর সোমবার ভোরে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘আটকের পর ইব্রাহীম ও রাজীব এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।
																			
















