ডামুড্যায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা ও র্যালি
- আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু এর সভাপতিত্বে উপজেলা শিক্ষক উদযাপন কমিটির আয়োজনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত , সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর সহযোগী অধ্যাপক পরিমল কৃঞ্চ পাল,ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিদ খান , আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন, পূর্ব ডামুড্যা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গিয়াসউদ্দিন , কনেশ্বর আলী আহমেদ সরদার দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলাম, বিভিন্ন প্রাথমিক প্রধান শিক্ষকগন, সহকারী শিক্ষক সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন দারুসসালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন । আলোচনা সভার পূর্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।





















