সংবাদ শিরোনাম ::   
                            
                            ডামুড্যায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
																
								
							
                                
                              							  মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর)প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ১৯৯ বার পড়া হয়েছে
 
শরীয়তপুরের ডামুড্যায় বোনের বাড়ি বেরাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজেদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে ডামুড্যা – ভেদরগঞ্জ সড়কের দারুল আমান ইউনিয়নের  গোয়ালকুয়া  এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।
মৃত্যু সাজেদা বেগম এর বোন  ফাতেমা বেগম জানান, আমার বাড়ি আসার সময অটো থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোর আঘাতে গুরুতর আহত হয়।উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ অভিজিৎ নাথ অভি জানান,রুগি আমাদের এখানে আনার আমরা সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করি, এরপর রুগির অবস্থা খারাপ দেখে তার আত্বীয় স্বজনদের বলি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যেতে কিন্তু এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক জানান, এব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
							
                            
																			
















