ডামুড্যায় স্কুল মাঠে নির্মাণ সামগ্রী, বিঘ্ন সৃষ্টি হচ্ছে খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রম
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইউনিয়নের শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের স্কুলের সামনের খেলার মাঠে নির্মাণ সামগ্রী রাখার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল এবং খেলাধুলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০ টার সময় সরেজমিনে ঘুরে দেখা যায় মাঠজুড়ে বালু, খোয়া, ও অন্যান্য নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে, যার ফলে মাঠের একটি বড় অংশ ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। শিশুরা এখন আর আগের মতো মুক্তভাবে খেলতে পারছে না।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, নির্মাণ কাজের প্রয়োজন থাকলেও মাঠে দীর্ঘসময় ধরে এইসব সামগ্রী রাখা উচিত নয়। এতে মাঠের মাটি কাদায় পরিণত হচ্ছে এবং বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হয়ে যায়।
অভিভাবক মাওলানা সজল জানান,বাচ্চারা স্কুলে গিয়ে খেলতে পারে না, মাটি ভিজে কাদা হয়ে থাকে, এতে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন সংস্কারের কাজ চলছে এবং কাজ শেষ হলে মাঠ পরিষ্কার করে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন অভিভাবকরা।
স্কুলের সভাপতি ও ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বেগম সেতু জানান, এবিষয়ে আমি তদন্ত করে ব্যবস্থা নেব।
















