সংবাদ শিরোনাম ::
ডামুড্যায় স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টার সময় ডামুড্যা উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু নাঈম নাবিল, কৃষি কর্মকর্তা রাজিব বসু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ আলম সিদ্দিকি, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার আবু, বিএনপি নেতা মোঃ উজ্জ্বল সিকদার, জামায়াত ইসলামীর আমির আতিকুর রহমান কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক কালো অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবস দু’টি উদযাপনের জন্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।