ডামুড্যার সৈয়দবস্তায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিয়া নুর উদ্দিন আহমেদ এর আগমন উপলক্ষেশরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সৈয়দবস্তা বাজারে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক রাজু পাইক। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর,উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শফিক ও আব্দুল হান্নান মাদবর, বিএনপি নেতা এনাম মুন্সী,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, জেলা ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম সিয়াম, যুবদল নেতা আওয়াল মুন্সী, জুয়েল দেওয়ান, ছাত্রনেতা সজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম।




















