ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
এসএসসি, ও এসএসসি ভোকেশনাল ২০২৫ ইং সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের সভা কক্ষে উক্ত বিদ্যালয়ের
পক্ষ থেকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান দেয়া হয়।
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জসীম উদ্দিন এর সভাপতিত্বে ও স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠিত অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, পূর্ব মাদারীপুর সরকারি কলেজের বাংলা প্রভাষক আশিকুজ্জামান,স্কুলের এডহক কমিটির সদস্য সাইফুল বাচ্চু।এসময় উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক রাহিমা খাতুন, নাজমুন নাহার, নাসরিন জাহান, হাসিনা বেগম,প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা সহ উক্ত স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকগন।



















