ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::

 ডিজিটাল সেবায় ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত নওগাঁ সদরে অনুষ্ঠিত হলো জমকালো ‘ভূমি মেলা ২০২৫’

মোঃ কামরুল হাসান, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর, নাগরিক অধিকারে নতুন মাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলায় আজ শনিবার (২৫ মে ২০২৫) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা ২০২৫’। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী এই মেলা রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেই লক্ষ্য পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।” মেলায় আয়োজিত জনসচেতনতামূলক সভায় বক্তারা ভূমি সেবায় ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে অনলাইন নামজারি, খতিয়ান ডাউনলোড, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। মেলা প্রাঙ্গণ সজ্জিত ছিল রঙিন বেলুন, ফেস্টুন, ব্যানার ও আলোকসজ্জায়। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সেবা প্রত্যাশী ও সাধারণ মানুষ। ভিডিওচিত্রে দেখা যায়, প্রান্তিক পর্যায়ের মানুষরা কাগজপত্র হাতে নিয়ে সেবা নিতে আসছেন।
মেলায় স্থাপন করা হয় একাধিক তথ্য ও সেবা স্টল, যেখানে আগতরা সরাসরি অনলাইন সেবা সম্পর্কে ধারণা নেন এবং সেবার প্রক্রিয়া হাতে-কলমে শিখে নেন। ভূমি সেবার ডিজিটাল পদ্ধতির প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। কর্মকর্তারা জানান, এসব প্রযুক্তিনির্ভর সেবা ভূমি সংক্রান্ত জটিলতা ও দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনবে। ভূমি মেলা ২০২৫ শুধু একটি প্রদর্শনী নয়, বরং জনগণের কাছে ভূমি সেবার আধুনিক রূপ তুলে ধরার এক সফল প্রয়াস হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 ডিজিটাল সেবায় ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত নওগাঁ সদরে অনুষ্ঠিত হলো জমকালো ‘ভূমি মেলা ২০২৫’

আপডেট সময় : ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
“ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর, নাগরিক অধিকারে নতুন মাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলায় আজ শনিবার (২৫ মে ২০২৫) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা ২০২৫’। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী এই মেলা রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেই লক্ষ্য পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।” মেলায় আয়োজিত জনসচেতনতামূলক সভায় বক্তারা ভূমি সেবায় ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে অনলাইন নামজারি, খতিয়ান ডাউনলোড, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। মেলা প্রাঙ্গণ সজ্জিত ছিল রঙিন বেলুন, ফেস্টুন, ব্যানার ও আলোকসজ্জায়। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সেবা প্রত্যাশী ও সাধারণ মানুষ। ভিডিওচিত্রে দেখা যায়, প্রান্তিক পর্যায়ের মানুষরা কাগজপত্র হাতে নিয়ে সেবা নিতে আসছেন।
মেলায় স্থাপন করা হয় একাধিক তথ্য ও সেবা স্টল, যেখানে আগতরা সরাসরি অনলাইন সেবা সম্পর্কে ধারণা নেন এবং সেবার প্রক্রিয়া হাতে-কলমে শিখে নেন। ভূমি সেবার ডিজিটাল পদ্ধতির প্রদর্শনী দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। কর্মকর্তারা জানান, এসব প্রযুক্তিনির্ভর সেবা ভূমি সংক্রান্ত জটিলতা ও দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনবে। ভূমি মেলা ২০২৫ শুধু একটি প্রদর্শনী নয়, বরং জনগণের কাছে ভূমি সেবার আধুনিক রূপ তুলে ধরার এক সফল প্রয়াস হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।