ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ডিমলায় টলির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা এবং সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার রফিকুল ইসলাম (৬০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আজ রোববার ডিমলার শঠিবাড়ী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, অবৈধভাবে পাথর ও বালু বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রফিকুল ইসলাম সকালে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দ্রুতগামী ট্রলিটি এসে তাকে চাপা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী এসব ট্রলি প্রায়ই বাজার এলাকায় চলাচল করে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে এবং অবৈধ ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় টলির ধাক্কায় শিক্ষকের মৃত্যু

আপডেট সময় :

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা এবং সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার রফিকুল ইসলাম (৬০) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আজ রোববার ডিমলার শঠিবাড়ী বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, অবৈধভাবে পাথর ও বালু বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রফিকুল ইসলাম সকালে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে দ্রুতগামী ট্রলিটি এসে তাকে চাপা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে চলাচলকারী এসব ট্রলি প্রায়ই বাজার এলাকায় চলাচল করে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে এবং অবৈধ ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।