সংবাদ শিরোনাম ::
ঢাকায় হাইকমিশনে জরুরি নয়, এমন কর্মকর্তাকে দিল্লি নিয়ে গেল ভারত
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
ঢাকায় ভারতীয় হাইকমিশনের জরুরি নন, এমন অনেক কর্মকর্তাকে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বুধবার সকালে তারা ঢাকা থেকে দিল্লি এসে পৌঁছেছেন। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবর অনুযায়ী, এই সময়ে হাইকমিশনে কর্মরত যেসব কর্মীর উপস্থিতি জরুরি নয়, যাঁরা জরুরি কাজের সঙ্গে যুক্ত নন, তেমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ঢাকায় হাইকমিশন ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতীয় অ্যাসিসট্যান্ট হাইকমিশন রয়েছে। সেখানেও স্বাভাবিক কাজকর্ম চালু আছে বলে সূত্রের দাবি।