দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
তপন কুমার বিশ্বাস-কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনাজপুর স্টেশন ক্লাবে বদলিজনিত ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান, দিনাজপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ ওমর আলী -কে বদলিজনিত সংবর্ধনা প্রদান করা হয়। অপর দিকে জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস ওরফে বুনু বিশ্বাস-কে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস অসাধারণ একজন মানুষ, তিনি অসাধারণ একজন শিক্ষক, তিনি শিক্ষক হিসেবে দীর্ঘ ৩২ বছর দেশের সেবায় মানুষ গড়ার কারিগর এর দায়িত্ব পালন করে এসেছেন। সবার ভাগ্যে ৩২ বছর কর্মজীবনে কাটানোর সৌভাগ্য হয়ে ওঠে না। তিনি একজন প্রশংসার দাবিদার, তিনি অনেক ভালো মানুষ, তার শিক্ষকতার অবসরের আগ মুহূর্ত পর্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। পরবর্তী দিনগুলোতে তার মঙ্গলময় জীবন কামনা করি। বক্তব্য শেষে জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস ওরফে বুনু বিশ্বাস-কে বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।



















