তাঁতীদলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ
																
								
							
                                - আপডেট সময় : ১২৭ বার পড়া হয়েছে
 
ঢাকা জেলা তাঁতীদল এর সভাপতি জাকির হোসেন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন ধামরাই থানা তাঁতীদল। এমসয় প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ধামরাই থানা তাঁতীদলের সভাপতি পিয়াস আল-মুসুর,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সহ-সভাপতি ফরহাদ হোসেন,যুবদল নেতা আলমগীর হোসেনসহ জাতীয়তাবাদী বিএনপি “র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, গত ২১ জুন আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্ট ও মাদ্রাসার অফিস কক্ষে অনাধিকার প্রবেশ করে একদল সন্ত্রাসী ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি জাকির হোসেন এর উপর সন্ত্রাসী হামলা চালায়। নেতাগণ সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে যে সকল সন্ত্রাসীগণ অর্তকিত হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবীও করেন। জানাযায়,সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা আসামীদের-কে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
																			
















