তাড়াশে পঁচা ডিম বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
																
								
							
                                - আপডেট সময় : ২৯৬ বার পড়া হয়েছে
 
সিরাজগঞ্জের তাড়াশে মিশাম ব্রিডার ফার্মস এন্ড হ্যাচারীকে পঁচা ডিম বিক্রির অভিযোগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাড়াশ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাগারী এলাকায় অবস্থিত মিশাম ব্রিডার ফার্মস এন্ড হ্যাচারীতে যৌথ অভিযান চালিয়ে পঁচা ডিম বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মনজু রহমানসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যগণ। এ সময় কোম্পানিটির পক্ষে কোম্পানির ম্যানেজার পদে দায়িত্বে মাহফুজুর আলম জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবে না বলে জানান।
																			
















