তাপপ্রবাহ: সোমবার ৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
১৯৪৮ সালের পর চলতি মৌসুমের তাপমাত্রা ৭৬ বছরের রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশে টানা ২৮দিন যাবত তাপদাহ বয়ে যাচ্ছে। অপর দিকে স্বাধীনতার ৫৩ বছরে এসেও রেকর্ড করেছে তাপদাহ। স্বাধীনতা পরবর্তী সময়ে এতোটা লম্বা তাপদাহের নজির নেই। তবে গেল বছর তথা ২০২৩ সালে টানা ২৪ দিন বাংলাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়।
৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার (২৯ এপ্রিল) তারিখ বন্ধ থাকবে।
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবেন। সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস মর্নিং শিফটে হয় বলে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
আগারগাঁও আবহাওয়া অফিস জানিয়েছে, রজধানী ঢাকার তাপমাত্র গতকাল শনিবারের চেয়ে রোববার (২৮ এপ্রিল) ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন ঢাকার তাপমাত্র রেকর্ড করা ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
অপর দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২ দশমিক ২ রেকর্ড করা হয়েছে। রাজশাহীত ৪২, চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮, ৪২ দশমিক ৭, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৩ তাপমাত্র রেকর্ড করা হয়েছে।
আপাতত তাপমাত্র কমার কোন পূর্বাভাস জানাতে পারেনি আবহাওয়া অফিস।