সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় পরিত্যক্ত বাড়ির সেফটি ট্রেন্কি থেকে অজ্ঞাত নারীর মরদেহ পুলিশ আজ বৃহস্পতিবার উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সেফটি টঙ্গী থেকে অজ্ঞাত নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।দাদরা গ্রামের মোফাজ্জলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংকিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানান, অজ্ঞাত নারীর বয়স ৩০ বছর হবে।পুলিশের ধারণা ৫-৭ দিন আগে অন্য স্থানে খুন করে মরদেহ ওই স্থানেগুম করে দুর্বৃত্তরা। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মু্র্েগ প্রেরণ করা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান, নিহত ওই নারীর পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।