সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় এক মাসে ব্যক্তি ৩ খুন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দায় এক মাসের তিন ব্যক্তি খুন হয়েছে। জানা গেছে,১ অক্টোবর উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের কৃষক রফিকুল ইসলাম(৫৫)কে দুর্বৃত্তরা হত্যা করে ধান ক্ষেতের আইলেফেলে রাখে।এদিকে ১২অক্টোবর বালিখা ইউনিয়নের মালি দাঙ্গা গ্রামের সোহাগ (২৫)পূর্ব শত্রু তার জের ধরে প্রতিপক্ষ করা হত্যা করে।
অপরদিকে বানিহালা ইউনিয়ন পরিষদের সদস্য নলচাপড়া গ্রামের জামাল উদ্দিনকে প্রতিপক্ষরা ২৬ অক্টোবর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব টিপু সুলতান জানান পৃথক পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে।


















