সংবাদ শিরোনাম ::
তারাকান্দায় বাড়ি বেদখলের চেষ্টার অভিযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা গোয়াল কান্দি গ্রামের বোরহান তালুকদারের দুই পুত্র মাসুদ তালুকদার , মামুন তালুকদার ও তার দলবল নিয়া মোছাঃ হুসনে আরার ১৭ বছরের বাসা বাড়ি বেদখলের চেষ্টা । জানা গেছে
হুসনে আরার স্বামী জেল হাজতে থাকার সুযোগে ভূমি দস্যুর হুসনে আরার বাসা বাড়িতে বাউন্ডারে দেওয়াল নির্মাণ করিয়া দখলের চেষ্টা করে। তার জামাতা অনিক মিয়া জানান সাফ কাওলা ক্রয়িত জায়গায় জমি ও ভোগ দখলিয় জমিতে ভূমিদস্য
জোর আমলে বেদখলের চেষ্টা করে। এ ব্যাপারে বোরহান তালুকদার সাথে যোগাযোগ করলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

















