তারাকান্দায় ১৫ বছরের যাতে রাস্তা এক রাতই কেটে দিয়েছে দুর্বৃত্তরা
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাঝিয়ালী উত্তর পাড়া গ্রামের ১৫ বছরের যাতায়াতের রাস্তা এক রাতেই কেটে দিয়েছে দুর্বৃত্তর।
জানা গেছে, উপজেলার কাকনী- রজদারিকেল পাকা সড়কের মাঝিয়ালি উত্তরপাড়া পাকা রাস্তা হতেখালেকের মোড় পর্যন্ত। ১কিঃমিঃ এলাকাবাসীর ব্যক্তিগত জমি দিয়ে নির্মাণ করা হয়। ওই এলাকার প্রায় ২০০০ মানুষ ১৫ বছর ধরে সড়কটি ব্যবহার করে আছে।ওই এলাকা দুটি মসজিদ, দুটি মন্দির ও মাদ্রাসা রয়েছে। ওই এলাকার ছাত্রছাত্রীসহ এই সড়কটি ব্যবহার করে।
১৫ই জুলাই দিবাগত রাতে মাঝিয়ালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মিয়ার বাড়ির সামনে সড়কটির রাতের আঁধারে উধাও হয়ে যায়।
গতকাল সর জমিন ঘুরে দেখা যায়,মাঝিয়ালী উত্তরপাড়া গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তার প্রবেশ করতে ৫০/৬০ মিটার সড়কসংযোগ বিহীন হয়ে আছে। ফলে ওই এলাকার ২০০০ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এলাকাবাসী গতকাল মাজিয়ালী উত্তর পাড়া গ্রামের আব্দুল মিয়া ও তার পুত্র হারন ও বাচ্চু সহ অজ্ঞত দুর্বৃত্তদের বিরুদ্ধে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার,তারাকান্দা থানাও সেনা ক্যাম্প বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।



















