ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo আজীবন সম্মাননা পেলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ এবং কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা শ্রেষ্ঠ নায়ক সজল শ্রেষ্ঠ নায়িকা পরীমণি Logo শীর্ষ সন্ত্রাসীদের যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে ঢাকা! Logo গুজব ও শঙ্কায় সারাদেশ Logo গোলাম মাওলা সেতু দ্রুত নির্মাণের দাবি: জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন Logo শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রসাশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo ‘আগামী দশ বছরের মধ্যে দেশের নেতৃত্ব দেবে রাজপথে থাকা তরুণেরা’ Logo ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, দুই ঘন্টা চলাচল বন্ধ Logo সুনামগঞ্জ-৪ আসনে ট্রাকের চাবি পেলেন তিমন চৌধুরী Logo ইসলামপুরে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত Logo গোলাপগঞ্জে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, এক মাসে ১৫ মামলা নিস্পত্তি

তারাকান্দা পিস্তল ঠেকিয়ে ব্যাটারীচালিত মিশুক ছিনতাই

তারাকান্দা (ময়মসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা চৌধুরী ফিল্ম স্টেশনের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে ব্যাটারিটা দিতে অটো চিন্তায় অভিযোগ উঠেছে। মোঃ রেজাউল করিম(২২) পিতা-মোঃ মাহতাব উদ্দিন, সাং-দিস্তা, ২নং বানিহালা ইউপি, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ।
অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারাকান্দা থানায় ।সে একটি ব্যাটারী চালিত মিশুক অটো যাহার মূল্য ১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকায় ক্রয় করিয়া ভাড়ায় পরিচালনা করিয়া জীবিকা নির্বাহ করে । প্রতিদিনের ন্যায় ইং-০২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় তিনি দিস্তা বাজার থেকে ভাড়ার জন্য তারাকান্দা বাজারে আসার সময় তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী স্কুলের সামনে পাকা রাস্তায় ফাঁকা জায়গায় পৌছা মাত্রই ০৩ জন অপরিচিত লোক তাহার চালিত মিশুক অটো দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তখন সে মিশুক অটো নিয়া দাঁড়াইলে উক্ত অপরিচিত ব্যক্তিরা বলে“ আপনি তারাকান্দা থানার সামনে যাবেন?” তখন যাত্রী তিন জন কে নিয়ে তারাকান্দা থানার সামনে আসলে ।তারা বলে, আর একটু সামনে যান। তখন তিনি নিয়ে তারাকান্দা চৌধুরী ফিলিং স্টেশনের সামনে গেলে ০২ জন যাত্রী তাদের কাছে থাকা পিস্তল বাহির করে চালকের পেটের দুই পাশে ধরে রাখিয়া বলে, চিৎকার দিলে গুলি করে দিবো।তখন প্রাণ ভয়ে চিকিৎকার না করায়। তাহাকে ধাক্কা দিয়া ফেলে চলিত মিশুক অটো নিয়ে যায়। এবং তারাকান্দা থানায় গিয়া অভিযোগ দায়ের করেন।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দা পিস্তল ঠেকিয়ে ব্যাটারীচালিত মিশুক ছিনতাই

আপডেট সময় :

জানা গেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা চৌধুরী ফিল্ম স্টেশনের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে ব্যাটারিটা দিতে অটো চিন্তায় অভিযোগ উঠেছে। মোঃ রেজাউল করিম(২২) পিতা-মোঃ মাহতাব উদ্দিন, সাং-দিস্তা, ২নং বানিহালা ইউপি, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ ।
অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারাকান্দা থানায় ।সে একটি ব্যাটারী চালিত মিশুক অটো যাহার মূল্য ১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকায় ক্রয় করিয়া ভাড়ায় পরিচালনা করিয়া জীবিকা নির্বাহ করে । প্রতিদিনের ন্যায় ইং-০২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় তিনি দিস্তা বাজার থেকে ভাড়ার জন্য তারাকান্দা বাজারে আসার সময় তারাকান্দা থানাধীন পশ্চিম তালদিঘী স্কুলের সামনে পাকা রাস্তায় ফাঁকা জায়গায় পৌছা মাত্রই ০৩ জন অপরিচিত লোক তাহার চালিত মিশুক অটো দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তখন সে মিশুক অটো নিয়া দাঁড়াইলে উক্ত অপরিচিত ব্যক্তিরা বলে“ আপনি তারাকান্দা থানার সামনে যাবেন?” তখন যাত্রী তিন জন কে নিয়ে তারাকান্দা থানার সামনে আসলে ।তারা বলে, আর একটু সামনে যান। তখন তিনি নিয়ে তারাকান্দা চৌধুরী ফিলিং স্টেশনের সামনে গেলে ০২ জন যাত্রী তাদের কাছে থাকা পিস্তল বাহির করে চালকের পেটের দুই পাশে ধরে রাখিয়া বলে, চিৎকার দিলে গুলি করে দিবো।তখন প্রাণ ভয়ে চিকিৎকার না করায়। তাহাকে ধাক্কা দিয়া ফেলে চলিত মিশুক অটো নিয়ে যায়। এবং তারাকান্দা থানায় গিয়া অভিযোগ দায়ের করেন।