তালায় যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম (৩৮) গতকাল শুক্রবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত শামীম তালা উপজেলার উথালী গ্রামের শেখ আব্দুল গফ্ফারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ১৮ মাইল এলাকায় স্ত্রী, মা ও সন্তানসহ বসবাস করতেন। শামীমের স্ত্রী জানান, রাত সাড়ে ১১টার দিকে ২ জন যুবক বাড়িতে এসে শামীমকে নির্মাণাধীন তৃতীয় তলায় ডেকে নিয়ে যায়। কিছুক্ষন পরে ৩য় তলায় উঠে শামীম কে ডাকতে গেলে তার লাশ দেখতে পায় পরিবার। পরিবারের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঐ রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একাধিক সূত্রে জানা যায়, শামীম এক সময় চরমপন্থী ও মাদক সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। মাদক সেবন ও বিক্রির বিরোধ থেকেই এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালা থানার ওসি মো. মাইনউদ্দীন জানান, হত্যার তদন্ত করছে ডুমুরিয়া থানা পুলিশ।