তিতাসের লালপুর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাই দোকান মালিকেরা।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার সময়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালায় এবং খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো,নয়ন ইলেকট্রনিক, কাউছার ডেকোরেশন,মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া কসমেটিক, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম।
ব্যবসায়ীক খোশেদা আক্তার বলেন,স্বামীকে হারিয়ে এই দোকানটাই ছিলো আমার ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকান একমাত্র সম্বল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই নামাজ পড়ে খাওয়া দাওয়ার শুয়ে পড়ি হঠাৎ খবর পাই বাজারে আগুন লাগছে, এসে দেখি আমার দোকানে সব পুড়ে ছাই হয়ে গেছে,মানুষের কাছে ধার করে দোকানটি চালাচ্ছিলাম তাও আজ শেষ। এখন সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে ও চতুর্থ শ্রেণির পড়ুয়া প্রতিবন্ধী মেয়ে বেঁচে থাকার জন্য প্রশাসন ও বিত্তশালীরা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারবো।পরের মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টুসহ নেতাকর্মীরা নগন ত্রিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন খোশেদা আক্তারকে।



















