সংবাদ শিরোনাম ::
তিতাসে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: LLHDR; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: LLHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায়২০২২ ও ২০২৩ সালের এসএসসি এইচএসসি পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩৪জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিতাস থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল্লাহ,উপজেলা একাডেমি সুপারভাইজার সারজিনা আক্তার,কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহাবুবুল হক সুমন,মঙ্গলকান্দি মাদ্রাসার প্রিন্সিপাল রুহুল আমিন,বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান প্রমূখ। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন।