তিতাসে ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কুমিল্লার তিতাস উপজেলার ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে উপজেলার বাতাকান্দি হুমায়ুন রোড সংলগ্ন ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলে মাঠে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো.বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংককার হাজ্বী মুকবল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আমিরুল ইসলাম মানিক, ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের পরিচালক মো.আতিকুর রহমান, নরসিংদী নূরালাপুর উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোকশেদ আলম,ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মাসুদ রানা প্রমূখ।
ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের পরিচালক মো.সোহেল রানা এর পরিচালনায় বিশেষ আরো উপস্থিত ছিলেন,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়িক অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মফিজুল ইসলাম,মো.শেখ কামাল হোসেন, ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মিলন রানা,সানী প্রধান,মারজানা আক্তার মিলি,উম্মে জাহান তিন্নিসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণের উপস্থিতে আমন্ত্রিত অতিথি বৃন্দ ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের বৃত্তি প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়।তাছাড়াও ফুলকুঁড়ি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা কোরআন পাঠ,গজল,বক্তব্য,নাচ,গান, অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন,অংশগ্রহন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

















