তিতাস ডায়াবেটিক সমিতিকে সদস্যদের ইনসুলিন ও ঔষধ উপহার
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.42847222, 0.42847222); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কুমিল্লার তিতাস ডায়াবেটিক সমিতিকে সাধারণ গরীব অসহায় ডায়াবেটিস রোগীদের জন্য ১৪ হাজার পিস ইনসুলিন ও ঔষধ উপহার দিয়েছে ডায়াবেটিক সমিতির সদস্যরা। আজ রোববার তিতাস ডায়াবেটিক হাসপাতালে হলরুমে তিতাস ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম মিন্টু সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা সমাজ সেবা অফিসার মো.রইছ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস থানার অফিসার ইনচার্জ ওসি খালেদ সাইফুল্লাহ।এসময়ে আরো উপস্থিত ছিলেন তিতাস ডায়াবেটিস সমিতির কোষাধক্ষ্য আব্দুল্লাহ,নির্বাহী সদস্য মো.মাহবুব, নির্বাহী সদস্য আবুল হোসেন জয়, আজীবন সদস্য মোহাম্মদ সেলিম,শফিক শিকদার,তোফাজ্জল হোসেন। তিতাস ডায়াবেটিক সমিতিকে ১৪ হাজার পিস ঔষধ ইনসুলিন দান করেছেআঃ হামলিম মিন্টু,ইসমাইল হোসেন মামুন,দিদার আলম,আব্দুল্লাহ,মোহাম্মদ সেলিম,নাজমুল হাসান।




















