তৃতীয় শ্রেনীর ছাত্রের ওপর শিক্ষকের অমানুষিক নির্যাতন
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
যশােরের কেশবপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় শ্রেনীর ছাত্রের ওপর অমানুষিক নির্যাতন করেছে বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকার। তাকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সােমবার এ ব্যাপার তার পরিবারসহ অভিভাবক মহল শিক্ষকের বিচারের দাবী করে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযােগ করেছেন।
অভিযােগ সূত্রে জানা যায়, গত রােববার বেলা বারোটার দিকে উপজেলার দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনায় সহকারি শিক্ষক চিন্ময় তাকে বেদম মারে। এতে তার বা পাশের চােয়ালে ও পিঠে গুরুতর জখম হয়। ঘটনাটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মােহাম্মাদকে জানানাে হলেও তিনি এব্যাপারে কােন ব্যবস্থা না নিয়ে আহত ছাত্রটিকে ৩ ঘন্টা তার অফিস কক্ষে বসিয়ে রাখে। এ খবর পেয়ে ফুঁসলে উঠে অভিভাবক মহল। পরবর্তিতে বিকাল সাড়ে চারটার পর স্কুল ছুটি হলে ওই শিক্ষার্থী বাড়িতে ফিরলে তার দাদাসহ এলাকার লােকজন তার চিকিৎসার জন্য তাকে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর বিকাল ৫টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযােগ করতে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে যান। এসময় অফিস বন্ধ থাকায় সােমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অভিযােগ করা হয়েছে বলে তারা সাংবাদিকদের জানান।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মােহাম্মাদ বলেন, তুছ ঘটনায় সহকারি শিক্ষক চিন্ময় সরকার ওই শিক্ষার্থীকে মেরে আহত করে অপরাধ করেছে। এরপর তার মাকে প্রতিষ্ঠানে ডেকে আনার পরে তার কাছে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক।সহকারি শিক্ষক চিন্ময় সরকার বলেন, ক্লাস চলাকালে সে একটি ছেলের সাথে দুষ্টমি করছিলাে তাই তাকে শাসন করা হয়েছে।
শিক্ষার্থীর দাদা বলন, আমার পােতা ছেলেকে বিনা কারণে মেরেছে শিক্ষক চিন্ময় সরকার। আমরা এর সঠিক বিচার চাই।
স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডাঃ আলমগীর হােসেন বলেন, তার কান, মাথায় এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কান ও মাথার আঘাতটি একটু গুরুতর।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, শিশুটির ওপর নির্যাতনের ঘটনাটি গুরুত্বের সাথে নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
















