সংবাদ শিরোনাম ::
ত্রিশালে বজ্রপাতে একজনের মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি
- আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে আষাঢ়ে বৃষ্টির সময় বজ্রপাতে আব্দুল রশীদ (৭৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ত্রিশাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঁচ পাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের বড় ছেলে পুকুরের পাড়ে বসে কচুর লতি পরিস্কার করছিলেন এমন সময় বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় ও আত্মীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে বৃষ্টিতে ভিজে পুকুরের পাড়ে বসে আব্দুল রশীদ(৭৫) কচুর লতি পরিস্কার করছিলেন এমন সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
উপজেলা প্রকল্প কর্মকর্তা শহীদুল্লাহ্ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটির সহয়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



















