সংবাদ শিরোনাম ::
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ২০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ড উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। মাদ্রাসার খেলার মাঠে ডাটা চাষ করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
ত্রিশাল পৌরসভা ২ নং ওয়ার্ড উজানপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার কারণে মসজিদ কমিটি আমার অনুমতি ক্রমে মাদ্রাসা মাঠে ডাটা চাষ করেছেন। এ মাদ্রাসা হওয়ার পিছনে মসজিদ কমিটি ও মাদ্রাসার দাতা সদস্যের অধিকার আছে। মানবিক ও ধর্মী দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি আপনাদের।
রবিবার ত্রিশাল উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ স্যারের উদাসীনতার কারণে মাদ্রাসা মাঠে ডাটা চাষ হচ্ছে। এতে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পাচ্ছি না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের মাদ্রাসা মাঠে ডাটা চাষ করার করেন আমরা খেলাধুলা করতে পারি না।
উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, মাদ্রাসা মাঠ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য।মাদ্রাসা এবং খেলার মাঠ দখল করে যারা ডাটা চাষ করছে এটা ঠিক নয়। শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, মাদ্রাসা মাঠে ডাটা চাষ তা কোন ক্রমেই মেনে নেয়া যায়না। আমরা মাদ্রাসা পরিদর্শন করে তা উপযুক্ত ব্যবস্থা নেব।



















