ত্রিশালে সড়ক ও জনপথের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

- আপডেট সময় : ০৩:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন, মহাসড়কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ-সময় উপস্থিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমান সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, ত্রিশাল মটর মালিক সমিতি সভাপতি আ.ন.ম ফারুক প্রমূখ।