দাগনভূঞায় যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
একটি কিশোর ছেলেকে যৌন হয়রানীর অভিযোগে ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধরীকে বরখাস্ত করা হয়েছে। উক্ত প্রধান শিক্ষক কর্তৃক তার পাশের বাসার ভাড়াটিয়া কিশোরকে যৌন হয়রানী করার কারনে গতকাল ১৩ নভেম্বর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম এ বরখাস্তের চিঠি ইস্যু করেন।
বরখাস্তের চিঠিতে দেখা যায়, প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী তার ফেনীর ভাড়াটিয়া বাসার ছেলের সাথে বলৎকার করেন। পরে ঐ ভাড়াটিয়া বাদী হয়ে গত ৪ নভেম্বর ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মাঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪/২৫।
এদিকে প্রধান শিক্ষকের এ অনৈতিক কর্মকান্ডের খবরে গত ৫ নভেম্বর স্বয়ং তার স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে স্কুল আঙ্গিনায় মানববন্ধন করেন। কারন এর আগে উক্ত শিক্ষকের বিরুদ্ধে তার স্কুলের ছেলেদের সাথে যৌন হয়রানীসহ দূর্ণীতির একাধিক অভিযোগ রয়েছে।
একপর্যায়ে গত ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার স্কুলটিতে সরেজমিনে তদন্তে যান। এবং স্কুলে উক্ত শিক্ষকের অনুপস্থিতি এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পান নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
ঘটনার সত্যতার ভিত্তিতেই উক্ত প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

















