সংবাদ শিরোনাম ::
দাগনভূঞা বাস উল্টে দোকানের উপর, নিহত ৩ আহত ১৫
শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
- আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় ২ রা অক্টোবর বৃহস্পতিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, লাকী রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুগন্ধা পরিবহনের বাস উল্টে রাস্তার পাশের দোকানের উপর পড়ে যায়।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। নিহত তিনজন হল শামিম আরা বেগম(৫০), মোঃ শ্রাবণ (২০), সামিয়া (১৫). নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছে ১৫ জন। আহতের তাৎক্তদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে।পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ
জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।





















