ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দুয়ারে লোকসভা নির্বাচন। এরই মধ্যে গ্রেপ্তার হন দিল্লীর মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

কারাগার থেকেই তিনি দিল্লি সরকার চালানোর কথা জানিয়েছেন কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দায়িত্বরত অবস্থায় সম্প্রতি এই প্রথম কোনো ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন। আবগারি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে অর্থপাচার আইনে জিজ্ঞাসাবাদ করতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসায় অভিযানে যান ইডির কর্মকর্তারা।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরপরই আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে জানানো হয়, জেলে থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এ ব্যাপারে আইনী কোনো বাধা নেই বলেও দাবি করে দলটি।

জেলে থেকে সরকার চালানোর সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। কারণ, বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব গ্রেপ্তার হওয়ার সময়ে বাধ্য হয়েই তাঁকে পদ ছাড়তে হয়েছিল। এ কারণে কেজরিওয়ালের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে কেজরিওয়ালের দল সুপ্রিম কোর্টে আপিল করেছেন। শুক্রবার আদালতে তোলা হতে পারে কেজরিওয়ালকে।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়।

চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ভারত। গত শনিবার এ ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট সাত দফায় লোকসভা নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। আর সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ফল প্রকাশ।

ইডি কর্মকর্তারা বলছে, গত এক বছরে তাঁর বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি নয়বার হাজির হননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

 

দুয়ারে লোকসভা নির্বাচন। এরই মধ্যে গ্রেপ্তার হন দিল্লীর মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

কারাগার থেকেই তিনি দিল্লি সরকার চালানোর কথা জানিয়েছেন কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দায়িত্বরত অবস্থায় সম্প্রতি এই প্রথম কোনো ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন। আবগারি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে অর্থপাচার আইনে জিজ্ঞাসাবাদ করতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসায় অভিযানে যান ইডির কর্মকর্তারা।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরপরই আম আদমি পার্টির (এএপি) পক্ষ থেকে জানানো হয়, জেলে থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এ ব্যাপারে আইনী কোনো বাধা নেই বলেও দাবি করে দলটি।

জেলে থেকে সরকার চালানোর সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে। কারণ, বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব গ্রেপ্তার হওয়ার সময়ে বাধ্য হয়েই তাঁকে পদ ছাড়তে হয়েছিল। এ কারণে কেজরিওয়ালের বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে কেজরিওয়ালের দল সুপ্রিম কোর্টে আপিল করেছেন। শুক্রবার আদালতে তোলা হতে পারে কেজরিওয়ালকে।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও এএপি সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়।

চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে ভারত। গত শনিবার এ ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। মোট সাত দফায় লোকসভা নির্বাচন হবে। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। আর সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন ফল প্রকাশ।

ইডি কর্মকর্তারা বলছে, গত এক বছরে তাঁর বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি নয়বার হাজির হননি।