সংবাদ শিরোনাম ::
দি ইনভিন্সিবল ৯/১১ পরিবারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে স্লোগানে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের বন্ধুদের প্লাটর্ফম দি ইনভিন্সিবল ৯/১১ পরিবারর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ব্যাচের হাজার হাজার বন্ধুদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিনত হয়।
২৫ অক্টোবর, ঢাকাস্থ সোবহানবাগ গ্রীন গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট, ফটোসেশন, বুফে লাঞ্চ, ইসলামিক কাওয়ালী সংগীত, ডিজে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবের সাথে উদযাপিত হয় দিনটি। এসময় সারা দেশ থেকে আগত বিভিন্ন বন্ধুদের পরিচয়, স্মৃতিচারণ ও বিভিন্ন পেশায় কর্মরত বন্ধুরা বক্তব্য রাখেন। বন্ধুত্বের হাতকে আরো শক্তিশালি ও বন্ধুদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এসময় হাসি, আনন্দ ও ভালোবাসায় মুখরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের আয়োজক কমিটির অন্যতম হাবিব ওয়াহিদ মিজান জানান, সারাদেশের ০৯/১১ ব্যাচের বন্ধুদের ফেসবুকে দি ইনভিন্সিবল ৯/১১ বাংলাদেশ গ্রুপ রয়েছে। এই গ্রুপে আমরা সবাই সবার মনোভাব প্রকাশ করি। কারো কোন সমস্যা বা প্রয়োজনে সবাই ঝাপিয়ে পড়ি।
আমাদের বন্ধুরা বিভিন্ন ধরনের পেশায় আছেন। এতে অন্য বন্ধুর বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে। প্রতি বছর আমরা এই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি। এই অনুষ্ঠানে সারা দেশে থেকে বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলায় পরিনত হয়। বন্ধুত্বের হাতকে দৃঢ় করতে আমরা প্রতিবছর এমন অনুষ্ঠান আয়োজন করবো।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি ৯/১১ ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুবৃত্তদের হাতে অমানষিক নির্যাতনের শিকার তাফাজ্জল হোসেনসহ বিভিন্ন সময়ে অকাল মৃত্যুবরণকারী বন্ধুদের স্মরণে শোক প্রকাশ করা হয়।