সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৪৬ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।বর্তমানে এই রুটে ২০টি লঞ্চ চলাচল করছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে পদ্মানদীতে অতিমাত্রায় উত্তাল হয়ে ওঠায় সকল ধরনের দুর্ঘটনার এড়াতে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কর্তৃপক্ষ বাড়তি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















