দুবলার চরে রাস উৎসবে সনাতনীদের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোর কোলে তিনদিনের রাস উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিনদিনের রাস উৎসবে অংশগ্রহণ করবে কয়েক হাজার সনাতন ধর্মের পূর্ণার্থী। এ উপলক্ষে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত একটি জাহাজ ও একাধিক নৌযান দুবলার চর ও আলোর কোলের বিভিন্ন এলাকায় টহলে থাকবে। অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রেখে কোস্টগার্ড সনাতনীদের রাস উৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তত রয়েছে। এছাড়াও রাস উৎসবকে ঘিরে সুন্দরবন উপকূলজুড়ে নজরদারি করছে কোস্টগার্ড পশ্চিম জোন।
কোস্টগার্ডের মিডিয়া উইং জানায়, প্রতি বছরের ন্যায় এবারও ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হবে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। আলোরকোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে সেখানে পূজা করবেন। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বনবিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন । রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন দুবলা।
রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।
ঐতিহাসিকভাবে জানা যায়, প্রায় ২০০ বছর আগে অর্থাৎ ১৮শ শতকের শেষভাগে বা ১৯শ শতকের শুরুর দিকে সুন্দরবনের দুবলার চরে রাস পূজা শুরু হয়। হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী এই রাস পূজার গোড়াপত্তন করেন। তিনি তার ভক্তদের নিয়ে রাস পূর্ণিমার তিথিতে দুবলার চরে পূজাআর্চনা ও সাগরের লোনা জলে স্নান করতেন। সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ধীরে ধীরে ‘দুবলার চরের রাস উৎসবের প্রচলন ঘটে। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে আলোরকোলে রাস পূর্ণিমা সনাতনীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।













