দুর্নীতি প্রতিরোধের কাজ সর্বসাধারণের মধ্যে পৌছানোর উদ্যোগে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শনিবার বিকেলে তাদের উদ্যোগে কিছু সাংবাদিক, সুশীল সমাজের কয়েকজন, এক্টিভিস্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। ধারাবাহিক এই আয়োজনের প্রথম দিনে ডাকা হয় কয়েকজন সাংবাদিক এবং এক্টিভিস্টদের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান ।
দুর্নীতি দূর করতে প্রশাসনের সাথে কিভাবে কাজ করলে তা আরও বেশী ফলপ্রসু হবে সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনায় উঠে আসে বর্তমানে সংগঠিত কিশোর অপরাধ, মাদক, চাদাবাজি, বন, নদী দখলের মত বিষয়গুলোও । শ্রীপুরের মাওনা চৌরাস্তা কিভাবে অপরাধ প্রবন এলাকা হয়ে উঠলো এবং কি করলে এই প্রবণতা কমতে পারে সে ব্যপারেও আলোচনা হয় এই মতবিনিময় সভায়। মতামত দেন আজকালের খবরের সাংবাদিক প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক দিনকালের প্রতিনিধি মোতাহার খান, আজকের পত্রিকার প্রতিনিধি রাতুল মন্ডল, ঢাকা পোস্টের প্রতিনিধি শিহাব খান ও এক্টিভিস্ট শফি কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী । মতবিনিময় শেষে তিনি সকলের বক্তব্য নোট করে সামারাইজ অংশ সকলের সামনে তুলে ধরেন। শেষে বক্তব্য প্রদান করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান। তিনি বলেন আমরা প্রশাসনের সাথে ও সর্বস্তরের সবার কাজ করবো । আজ কয়েকজন মাত্র মানুষকে নিয়ে বসেছি । এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে । শ্রীপুরের সকল সংবাদকর্মী ও এক্টিভিস্টদের নিয়ে আমরা বসবো। প্রয়োজনে সংগঠন ভিত্তিক বসবো। তারপর সকলকে নিয়ে আরও জোরদারভাবে যাতে কাজ চালানো যায় সে ব্যপারে পদক্ষেপ নেবো । তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষে বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতোরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মকবুল হোসেন সহ আরও কয়েকটি পত্রিকার সাংবাদিক ও এক্টিভিস্টগণ।