দেওয়ানগঞ্জ নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে স্বামীর বাড়ী থেকে দু সন্তানের জননী শান্তি বেগম (২৩) নামের একজন নারীর মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ৫ অক্টোবর, রবিবার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শান্তি বেগম বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সাতভিটা গ্রামের ধুলু মিয়ার মেয়ে।শান্তি বেগমের ভাই সজীর জানান ৮ বছর আগে , চখারচর গ্রামের নুদু মিয়ার ছেলে এরশাদ শান্তি বেগমের মধ্যে বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘ দিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। দু’দিন আগে তাদের বাড়ি থেকে চখারচরে তার স্বামীর বাড়িতে যান। এরশাদ ঢাকায় গাড়ি চালান। ৫ অক্টোবর, শনিবার মাঝরাতে রাতে শান্তি বেগমের সাথে তার স্বামী এরশাদের মোবাইল ফোনে কথা হয়। রাতেই তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সজীবের দাবি তার বোন শান্তি বেগমকে হত্যা করা হয়েছে।শান্তি বেগমের ভাসুর আশরাফ আলাী জানান, সকালে বাচ্চাদের ডাকচিৎকার শুনে ঘরে গিয়ে দেখি শান্তি বেগম সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তাড়াতাড়ি দা দিয়ে রশি কেটে দিলে খাটে পড়ে যায় শান্তি বেগমের দেহ।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামুল হাসান জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাডদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





















