দেওয়ানগঞ্জ ৪৯৩ জন মৎসজীবী পেল ভিজিএফের চাল
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ৪৯৩ জন কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে শনিবার থেকে ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত। মা ইলিশ ধরা বন্ধ থাকায় সরকারঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জীবিকায় ক্ষতিগ্রস্ত নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বরাদ্দ দেন সরকার ।চাল বিতরণের সময় পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে, দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম, সংযুক্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, ইউপি সদস্য আমেজ আলী, বাদশা মিয়া, অমর ফারুক, কোহিনুর বেগম প্রমুখ উপস্থিত।সরকারের এই সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভাত খাওয়া গ্রামের জেলে আক্কাছ আলী সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞার সময়ে পরিবার চালাতে এই চাল সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার হয়েছে।দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম সাংবাদিকদের জানান দেওয়ানগঞ্জ পৌরসভাসহ আটটি ইউনিয়নে চার হাজার ৮৪ জন জেলে পরিবারদের জন্য ২৫ কেজি হিসাবে ১০২ দশমিক ১০০ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে সরকার। প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ অব্যাহত রয়েছে।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান , যে সকল জেলে মা ইলিশ ধরা থেকে বিরত সেইসব জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে যেন কোন রকম অনিয়ম না হয় সে জন্য সংযুক্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
















