দেশজুড়ে ভয়াবহ বিদ্যুতের লোডশেডিং হচ্ছে: রিজভী

- আপডেট সময় : ৪৫২ বার পড়া হয়েছে
দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ প্রান্তিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। অনেক ক্ষেত্রে বাসা ভাড়ার চেয়েও বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়।
রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, ওবায়দুল কাদেররা ক্ষমতার স্বর্গে বাস করছেন বলেই বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না। নিচের দিকে ৫ শতাংশ বৃদ্ধি আর ওপরের দিকে ৮ শতাংশ বৃদ্ধি কি চরম বৃদ্ধি নয়?
রিজভী আরও বলেন, তলে তলে কোনো বিপদ আঁচ করছে বলেই তাদের কপালে চিন্তার ভাঁজ। এ কারণে মন্ত্রীরা অসত্য প্রপাগান্ডা চালাচ্ছেন। ডামি সরকারের অনর্গল মিথ্যাচার জনগণ বর্জন করেছে।
চোখে রঙ্গীন চশমা পড়ে রাজত্ব করছে সরকার। তারা জনগণের সঙ্গে নির্দয় আচরন করছে। একদিকে লোডশেডিং অন্যদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি। তাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা দিশেহারা।
রিজভীর অভিযোগ আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চক্রান্ত করছে।