ধনবাড়ীতে বিসর্জনের মধ্যেদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

- আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে রোববার(১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা।
মধুপুর-ধনবাড়ীর সকল পূজা মন্ডপে ছিলো বিষাদের সুর। আর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে কৌলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনি দূর্গা। পিছনে ফেলে গেলেন ভক্তদের পাঁচ দিনের উল্লাস আর বিজয়ের অশ্রু।
উত্তর টাঙ্গাইলের মধুপুরের ও ধনবাড়ীর প্রতিটি মন্দির ও মন্ডপে মন্ডপে বেজে ওঠেছিলো ঢাক-ঢোল আরতি আর কাসর ধ্বনি।
পূজা মন্ডপ ঘিরে চলে উৎসব, পাল্লা দিয়ে চলে পূজার অর্চনাও। প্রতিমা বিসর্জন উপলক্ষে মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলার প্রতিমা বিসর্জনের স্থান গুলোতে হাজারো মানুষের ঢল নামে। পাঁচ দিনের উৎসবে গতকাল রোববার(১৩ অক্টোবর) প্রতিমা বির্সজনের পর সমাপ্তি ঘটেছে হিন্দুধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা।
মধুপুরের বংশাই নদীতেই নয় বিভিন্ন বড় বড় দিঘি এবং পুকুরে উপজেলার পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের মোট ৫২ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এছাড়া একই সময়ে পাশের ধনবাড়ী উপজেলার ঝিনাই ও বংশাই নদীতে ও বড় বড় পুকুরে মোট ৩২ টি প্রতিমা পৃথক পৃথক স্থানে বিসর্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিটি মন্ডপের প্রতিমা যথা সময়ে কোন ধরণের অপ্রীতির ঘটনা ছাড়াই খুবই ভাবগার্ম্ভীযের মধ্যে দিয়ে পুলিশ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য আইন শৃংঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিদিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।