ধামরাইয়ে জনগণের অংশগ্রহণ উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও সুশাসন বাস্তবায়নে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড আয়োজিত সাধারন জনগণের অংশ গ্রহণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও সুশাসন বাস্তবায়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১ই সেপ্টেম্বর সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪টা সময় এ উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা বলেন জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আমাদের এ উন্মুক্ত সভা হচ্ছে।
এ সময় উম্মুক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা কাজী আব্দুর রউফ, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির নেতা হাজী মোঃ সুলতান উদ্দিন, ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ জুলেখা বেগম, ৫ নং ওয়ার্ডের মেম্বার শফিউজ্জামান স্বপন, ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আলিম আমান সহ আশপাশের গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণী পেশার জনগন।