ধামরাইয়ে ভুয়া এনএসআই গ্রেফতার

- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দারকারী মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (০২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। এর আগে সোমবার (০১সেপ্টেম্বর) ধামরাই পৌরশহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌরশহরের কচমচ এলাকায় চেকপুষ্ঠে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যাক্তি গাড়ী থেকে নেমে নিজেক এনএসআই বলে পরিচয় দেয়। এরপর তার কাছে তার আইডিকার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখায়। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। এরপর ধামরাই কর্মরত এনএসআই মোঃ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি এনএসআই হেড অফিসে যোগাযোগ করা হলে তারা বলে এই নামে কোন লোক নাই।
এই বিষয়ে ফরিদ আলী বলেন, আমার বন্ধু এই কার্ড বানিয়ে দিয়েছে। আসলে আমি অর্নাস এ লেখাপড়া করি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকার সন্দেহ হলে গাড়ীটিকে থামায় পুলিশ। পরে ফরিদ নামে এক ব্যাক্তি এনএসআই হিসাবে নিজেকে পরিচয় দেন। যাচাইবাচায় করে দেখা যায় ফরিদ ভুয়া এনএসআই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা করা হয় (মামলা নং ৩ তারিখ ০২/০৯/২৫ ইং আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।