ধারন ক্ষমতার তিনগুণ বেশি কয়লা রাখায় কোল ইয়াডের প্রাচীর ভেঙে পড়েছে
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ধারন ক্ষমতার তিন গুন কয়লা রাখায় কোল ইয়াডের পশ্চিম দিকের প্রাচীর ভেঙে ড্রেনে পড়েছে। গতকাল বুধবার সকাল ৮ টায় এই দুঘর্টনা ঘটে। এতে করে কোন হতাহত হয়নি। দীর্ঘদিন থেকে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট অচল থাকায় কয়লার মজুদ বেড়ে গেছে বলে জানিয়েছেন খনি কতৃপক্ষ। অপর দিগে কয়লা বিক্রি না করে একই ইয়াডে স্থুপ করে দীর্ঘদিন ধরে ধারন ক্ষমতা বেশি কয়লা আগুন ধরে যেতে পারে এবং ইতিপূর্বে কয়েকবার আগুন লেগেছিল।
স্থানীয় কয়লা ব্যবসাহিরা জানান,তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক মত কয়লা সরবরাহ না নেয়ায় এঘটনা ঘটেছে।আমরা বারবার খনি কতৃপক্ষ ও তাপবিদ্যুৎ কতৃপক্ষের কাছে আবেদন করেছি যে, যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট বন্ধ রয়েছে তাই বাইরে আগের মত কয়লা বিক্রি করলে রাজস্ব বাড়বে সেই সাথে কয়লায় আগুন ধরবেনা বা নষ্ট হবেনা। কিন্তু অদৃশ্য কারনে কয়লা বিক্রি করছেনা তাপবিদ্যুৎ কতৃপক্ষ।
এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজি মুঠোফোনে জানান, আমাদের কোল ইয়াডে কয়লা রাখার জায়গা নেই বারবার তাপবিদ্যুৎ কতৃপক্ষের কাছে অবহিত করার পরও তারা কয়লা সরবরাহ আগের মত নিতে পারছেনা।যে কারনে ধারন ক্ষমতা বেশি কয়লার চাপে প্রাচীর ভেঙে পড়েছে।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মিন্টু রায় বলেন, ঘটনার সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং আমি নিজে ঘটনাস্থানে আছি।অপর দিগে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান প্রকৌশলীর মুঠো ফোনে যোগাযোগ করেও তার মতামত পাওয়া যায়নি।



















