নওগাঁয় ইউনাইটেড প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৯৫ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রিন্ট ও টেলিভিশনে কর্মরত ইউনাইটেড প্রেস ক্লাবের সদস্যদের ঈদ পুনর্মিলনী হয়েছে। এ দিন প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের গোস্তহাটি মোড় এলাকায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোরের সময়ের প্রতিনিধি ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দনে প্রেস ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান নাদু, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, দপ্তর সম্পাদক সাইফুল ওয়াদুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. কামরুল হাসান, মেরাজ হোসেন শাফিন, অন্তর হোসেন, মাসুদূর রহমান, জোবায়েদ হোসেনসহ প্রমুখ।
ঈদ পুনর্মিলনী শেষে মাসিক সভা বৈঠকে নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের সার্বিক উন্নতি পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সদস্যদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকাসহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সোচ্চার থাকার আহবান জানান সাংবাদিক নেতারা।




















