সংবাদ শিরোনাম ::
নওগাঁয় জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন

মোঃ কামরুল হাসান, নওগাঁ
- আপডেট সময় : ০৩:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাড়া গ্রামে জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী মজিবর মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে বান্দাই খাড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মজিবর মন্ডল অভিযোগ করেন, তার ভাতিজা অ্যাডভোকেট মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তার জমি আত্মসাতের চেষ্টা করছেন। এ নিয়ে মুখ খুলতে ভয় পেলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তিনি।
মজিবর মন্ডলের অভিযোগ অনুযায়ী, শত্রুতার জেরে বিষ মিশিয়ে তার খামারের পাঁচটি গরু হত্যা করা হয়, যার আনুমানিক ক্ষতি সাত লক্ষ টাকা। এছাড়া মামলা করিয়ে দেওয়ার প্রলোভনে জমির মূল দলিল, খতিয়ান ও অন্যান্য নথি গায়েব করা হয়েছে। এমনকি জাল দলিল তৈরি করে জমি নিজের নামে রেজিস্ট্রি করারও চেষ্টা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তার মাথায় চাকু দিয়ে হামলা চালানো হয় এবং স্কুলে পড়ুয়া এক কিশোর ও বিদেশে থাকা ভাগিনাকে হয়রানিমূলক মামলায় ফাঁসানো হয়েছে। জোরপূর্বক জমি দখলের ঘটনাও তুলে ধরেন তিনি। মতিউর রহমান পেশায় একজন আইনজীবী এবং নিষিদ্ধ আওয়ামী লীগের আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হওয়ায় তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন মজিবর মন্ডল।
সংবাদ সম্মেলনে মজিবরের বড় বোন পারুল বেওয়া ও ছোট বোন মেহেনা বেওয়া উপস্থিত ছিলেন। সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে মজিবর মন্ডল বলেন, “আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আমাকে ও আমার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযোগের বিষয়ে মতিউর রহমান বলেন, “আমার জমির ধান আমি কেটেছি। তাদের সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি দলীয় পদ নিয়ে কোনো ব্যাখ্যা দিতে আগ্রহী নই।” আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, “ঘটনার সময় আমি থানার দায়িত্বে ছিলাম না। তবে এখন কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”