নওগাঁয় বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের ঐক্য, সংহতি ও গণতন্ত্রের প্রতীক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নওগাঁয় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বাদ আছর নওগাঁ দপ্তরীপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন–এর পক্ষ থেকে আরজী-নওগাঁ, দপ্তরীপাড়া ও মধ্যপাড়া এলাকাবাসী এ আয়োজন করেন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, কোরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত আরোগ্য কামনায় নওগাঁ জুড়ে আরও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
















