সংবাদ শিরোনাম ::
নওগাঁয় মানুষের ঢল ঐতিহাসিক বড়গ্রাম মাহফিলে
কামরুল হাসান জীবন, নওগাঁ
- আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হলো ১৫তম ঐতিহাসিক বড়গ্রাম কোরআন মাহফিল। এ মহতী মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ মাসুদ হাসান তুহিন। তাঁর উপস্থিতিতে মাহফিল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, এ মাহফিল প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণ প্রমাণ করে, কোরআন ভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন কতটা প্রয়োজনীয় ও ফলপ্রসূ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

















